বায়তুল মোকাররমের সামনে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী

পল্টনে তোপখানা রোডে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান।
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন ইসলামিক দলের ডাকা ‘বিক্ষোভ মিছিল’ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছে অনেকে। তবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসন প্রচেষ্টার’ প্রতিবাদেও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
বায়তুল মোকাররম মসজিদের মুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নাইটেঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের দেখা গেছে। এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।
ঢাকা/মাকসুদ/এনএইচ