রাজধানীতে হা-মীম গ্রুপের জিএম আহসান উল্লাহর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
দুই দিন নিখোঁজ থাকার পর রাজধানীর তুরাগের দিয়াবাড়ী থেকে হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহর (৪৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি জানিয়েছেন তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান। তিনি জানান, রোববার (২৩ মার্চ) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সোমবার পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় একটি জিডি করা হয়েছিল। আজ দুপুরে খবর আসে দিয়াবাড়ীতে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে মরদেহ উদ্ধার করা হয়, খোঁজ নিয়ে ও সুরতহাল কালে পরিবারের তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, মরদেহটি নিখোঁজ থাকা আহসান উল্লাহর।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত আহসান উল্লাহ তুরাগের চন্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে। তিনি রাজধানীর তুরাগ এলাকাতেই পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢাকা/মাকসুদ/এসবি