ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ডাকাত ধরতে সহযোগিতা

পুলিশের অক্সিলারি ফোর্সে যুক্ত হচ্ছেন সেই ৬ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৫:০৪, ২৮ মার্চ ২০২৫
পুলিশের অক্সিলারি ফোর্সে যুক্ত হচ্ছেন সেই ৬ জন

রাজধানীর ধানমন্ডিতে এম এ হান্নান আজাদ নামের এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া ডাকাতদের ধরতে সহযোগিতা করার পুরস্কার পাচ্ছেন এক নিরাপত্তাকর্মীসহ ছয় জন। তাদেরকে পুলিশের অক্সিলারি ফোর্সে যুক্ত করা হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ডাকাত ধরায় সহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ছয় জনকে পুরস্কৃত করা হবে। তারা যে সাহস দেখিয়েছেন, তার প্রতিদান হিসেবেই এ পুরস্কার দেওয়া হবে। এতে অপরাধীদের ধরতে কিংবা আইনের আওতায় আনতে অন্যান্য নিরাপত্তাকর্মীসহ সাধারণ মানুষ উৎসাহ পাবেন। ওই ছয় জনের নাম ইতোমধ্যে চূড়ান্ত করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাত হোসেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) তারা ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৯ মার্চ) তাদের আনুষ্ঠানিকভাবে পুলিশের অক্সিলারি ফোর্সে যুক্ত করা হতে পারে।

ওই ছয় ব্যক্তির মধ্যে মো. বিজয় নিরাপত্তাকর্মী। বাকি পাঁচ জন একটি বায়িং হাউজের শ্রমিক। তারা হলেন—মো. টনি, মো. স্বপন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, মো. সিয়াম এবং মো. দেলোয়ার হোসেন। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তারা থানায় নাকি কোনো এলাকায় দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা/এমআর/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়