ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

সমালোচনার মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৫:২৪, ২৮ মার্চ ২০২৫
সমালোচনার মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ মার্চ) আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিলের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চার জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। অন্যরা হলেন—মো. মামুনুর রশীদ, আব্দুস সাত্তার এবং এস এম তাসমিরুল ইসলাম।

এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ‘ফ্যাসিবাদবিরোধী আইনজীবী’রা। সমালোচনার মুখে পরদিনই তার নিয়োগ বাতিল করল আইন মন্ত্রণালয়।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়