ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর হাইওয়ে পুলিশ

সংগৃহীত ছবি
দেখতে দেখতে শেষ হয়ে এলো পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার ও স্বজনদের কাছে ছুটছে মানুষ। তাদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া রাইজিংবিডিকে বলেছেন, “ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। এবারের ঈদে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন। অধিকাংশই সড়কপথে যাবেন। এজন্য আমরা পুলিশের পক্ষ থেকে পরিবহন সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছি।”
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক বা হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি হুইলারের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফিডার রোডে চলতে পারবে থ্রি হুইলার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলো ৪ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিন শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে। খোলা ট্রাক ও ছাদে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে যাত্রী সাধারণকে। ওভারটেকিং এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালাতেও বলা হয়েছে। চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালাতে পরিবহন মালিকদের বলা হয়েছে।
ঢাকা/এমআর/রফিক