দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২ এপ্রিল) ঢাকার খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে কোনো নিরীহ মানুষ যেন শাস্তির মুখোমুখি না হয় সেজন্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। থানা পুলিশের তদন্তের সঙ্গে গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।”
উপদেষ্টা বলেন, “আমাদের কাছে তথ্য আসছে, যাদের মামলায় নাম আছে কিন্তু তারা জড়িত নয়, অনেকেই ছিলেন দেশের বাইরে। এ কারণেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। যেন কোনো নিরীহ মানুষ সাজা না পায়। এ জন্য থানা পুলিশ তদন্ত করছে, এই তদন্ত সঠিকভাবে হয়েছে কি না বা সেটি যাচাই প্রয়োজনে আবার ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কোনো উগ্র মৌলবাদ গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে। আশা করছি, আগামী দিনগুলোতেও জঙ্গিবাদ উত্থানের কোনো সুযোগ হবে না।”
ঢাকা/এমআর/ইভা