মুসল্লিদের বাধায় নয়, সমঝোতার ভিত্তিতে নাটক মঞ্চায়ন বাতিল হয়: পুলিশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মুসল্লিদের বাধায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) গাজীপুরের কাপাসিয়া থানাধীন রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়ন করার জন্য মহড়া করা হয়। স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা নাটক মঞ্চায়নের উদ্যোগ নেওয়ায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা ছিল। তাই, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ না করতে বলা হয়। নাটকের মহড়াকারীরা সিনিয়র নেতাদের কথা মেনে নাটক মঞ্চায়ন করা থেকে বিরত থাকেন।
প্রকৃতপক্ষে, নাটকের মঞ্চ ভাঙা হয়নি। উদ্যোক্তারা বিএনপির জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা থেকে সমঝোতার ভিত্তিতে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। কিন্তু, কিছু সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।
সংবাদপত্রগুলো রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হকের যে উদ্ধৃতি ছেপেছে, তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা/এমআর/রফিক