ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:২৬, ৮ এপ্রিল ২০২৫
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান,  রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।

তুহিনা আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধাপরাধী মো. ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইবুনাল থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

ঢাকা/এমআর/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়