ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪৯

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৮ এপ্রিল ২০২৫  
ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪৯

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের সময় বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভের সময় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এতে আরো বলা হয়, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং আরো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ গতকালই অভিযান শুরু করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে যাতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। 

তদন্তের জন্য তথ্য দিয়ে সহায়তার জন্যও আহ্বান জানানো হয়। 

গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকাসহ বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ধর্মঘট চলে।

সকাল থেকে সারা দেশের জেলা-উপজেলা শহর ছিল প্রতিবাদমুখর। এসব বিক্ষোভের মধেই কিছু মানুষ ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো বহুজাতিক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় বিভিন্ন দোকান ও রোস্তোরাঁয় হামলা করা হয়।

সোমবারই সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এক নির্দেশনায় তিনি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।”

আইজিপি আরো বলেন, “সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়