ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:১৯, ৯ এপ্রিল ২০২৫
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ডিএমপির  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নোয়াখালীর সেনবাগে ২০১৮ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা এবং গত ৩ আগস্ট বিএনপির এক কর্মীর দোকানে হামলার ও ভাঙচুরের অভিযোগে নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোরশেদ আলমের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মাকসুদ/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়