নতুন মামলায় গ্রেপ্তার শমী কায়সার, জ্যাকবের সঙ্গে গল্পে সময় পার

আদালতে নেওয়ার পথে শমী কায়সার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরার আজমপুরে টঙ্গী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে (২০) হত্যাচেষ্টার মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে শমী কায়সারকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির তারিখ ঠিক করেন। বুধবার শুনানিকালে শমী কায়সারকে আদালতে হাজির করা হয়। আওয়ামী সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী, এমপিকেও এদিন আদালতে হাজির করা হয়। তাদেরকেও এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করা হয়।
আদালতে আসামির ডকে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে গল্প করে সময় পার করেন শমী কায়সার। এরই মাঝে শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। আদালতে ওঠানো ও নামানোর সময় মাথা নিচু করে ছিলেন শমী কায়সার।
মামলা সূত্রে জানা গেছে, জুবায়ের হাসান ইউসুফ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মিছিলটি উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি তার বাম কাঁধে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন ইউসুফ। গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী জুবায়ের হাসান ইউসুফ। এ মামলায় শমী কায়সার সন্দিগ্ধ আসামি।
গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারেই আছেন তিনি।
ঢাকা/মামুন/রফিক