ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের নতুন লোগো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৩৪, ১১ এপ্রিল ২০২৫
পুলিশের নতুন লোগো

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এতে আছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে লেখা আছে ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) নাসিমা বেগম স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে। তা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় আছে। এজন্য জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরবর্তীত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়