ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১২ এপ্রিল ২০২৫  
সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নবী নেওয়াজকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা সিআইডি তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তবে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির তারিখ রেখেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক। নবী নেওয়াজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রমনা মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জিন্নাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) নবী নেওয়াজকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তার গুলিতে আহত হন। পরে ২২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় নবী নেওয়াজ ১৭০ নম্বর আসামি।

ঢাকা/মামুন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়