ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদে ফাঁস‌ছেন আউয়াল দম্প‌তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৩ এপ্রিল ২০২৫  
প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদে ফাঁস‌ছেন আউয়াল দম্প‌তি

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদের কার‌ণে ফেঁসে যা‌চ্ছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী পারভীন আউয়াল।

দুর্নী‌তি মামলার তদন্ত শে‌ষে বিপুল অবৈধ সম্পদের চূড়ান্ত প্রমাণ পে‌য়ে তা‌দের বিরু‌দ্ধে সম্প্রতি দু‌টি চার্জ‌শিট অনু‌মোদন দি‌য়ে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।ক‌মিশ‌নের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ বিষয়‌টি জানিয়েছেন।

চার্জশিটে সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন:

অন্যদিকে, স্ত্রী পারভীন আউয়ালের বিরুদ্ধে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার অবৈধ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলাগুলো করা হয়। এসব মামলায় আউয়াল দম্পতির বিরুদ্ধে মোট ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়