প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক

মঙ্গলবার রাতে আশরাফুল আলমকে আটক করে পুলিশ
ঢাকার জিগাতলায় পার্ক করে রাখা একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়।
বুধবার (১৬ এপিল) সকালে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “আটক ওই যুবকের নাম নাম আশরাফুল আলম। তার বাসা হাজারীবাগ এলাকায়।”
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত আশরাফুল রশিদ বই হাতে একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে টাকা দাবি করছেন। এরপর তার সঙ্গে গাড়িতে থাকা যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
প্রাইভেটকারে থাকা যাত্রীদের একজন চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তুললে আশরাফুল খুব জোরালোভাবে উত্তর দেন, “হ্যাঁ, করতেছি। কোনো সমস্যা?”
এক পর্যায়ে এক নারী যাত্রী তার নাম জানতে চাইলে তিনি জবাব দেন, “আমার নাম দিয়ে কী করবেন?”
ভিডিওতে আরো দেখা যায়, আশরাফুল যখন দেখেন এ ঘটনার ভিডিও করা হচ্ছে তখন তিনি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখান।
পরে তিনি টাকা নেন এবং ঘটনাস্থল ত্যাগ করার আগে গাড়ির যাত্রীকে একটি রসিদ দেন।
ঢাকা/এমআর/ইভা