রাজধানীতে দম্পতির ইয়াবা কারবার, গ্রেপ্তার ১

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর থেকে কোটি টাকার ইয়াবাসহ সাথী আক্তার রিক্তা (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৬ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সাথী আক্তার রিক্তা ও তার স্বামী সানজিদ হোসেন ভাড়া বাসায় মাদকের কারবার করে আসছিলেন। তারা দুজন প্রায়ই কক্সবাজারের টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে এনে ঢাকা ও আশপাশের এলাকায় পাইকারি দরে সরবরাহ করেন।
ডিএনসির ঢাকা দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মানজুরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে ১ কোটি ২ লাখ টাকা দামের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তার স্বামী সানজিদ হোসেন পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় এসেছে, এমন তথ্যের ভিত্তিতে মিরপুর-১১ নম্বরের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেপ্তার করা হয়। সাথী আক্তার রিক্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের তথ্য স্বীকার করেছেন।
সাথী আক্তার রিক্তা ও সানজিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঢাকা/এমআর/রফিক