ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্বাভাবিক বাড়ছে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর, তদন্তের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:০২, ২৮ এপ্রিল ২০২৫
অস্বাভাবিক বাড়ছে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর, তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারের দাম ১৬ দিনে বেড়েছে ১ হাজার ২৪৬ টাকা বা ৯৩ শতাংশ। এ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়া ও লেনদেনের মধ্যে কোনো কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বিএসইসি। এছাড়া, কোম্পানিটির শেয়ার লেনদেনের মাধ্যমে যাতে সিকিউরিটিজ আইনের লঙ্ঘন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার অথবা সিইওকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইকে এ-সংক্রান্ত প্রতিবেদন বিএসইসতে জমা দিতে বলা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারকে (সিআরও) দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে গত ২৪ মার্চ অস্বাভাবিক দাম বাড়া ও শেয়ারের লেনদেনের বিষয়ে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের কাছে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। পরের দিন ২৫ এপ্রিল কোম্পানি কর্তৃপক্ষ ওই চিঠির জবাবে জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারের দাম ছিল ১ হাজার ৩৩৭.৬০ টাকা। গত ১৫ এপ্রিল তা বাড়তে বাড়তে ঠেকেছে ২ হাজার ৫৮৪.৫০ টাকায়। অর্থাৎ মাত্র ১৬ কার্যদিবসের ব্যবধানে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ১ হাজার ২৪৬.৯০ টাকা বা ৯৩.২১ শতাংশ। রবিবার কোম্পানিটির শেয়ার ২ হাজার ২৯০.৭০ টাকায় লেনদেন হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ার ২ হাজার ২১৮.৭০ টাকায় লেনদেন হয়েছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারমূল্য ও লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য এবং অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা গেছে, যা সন্দেহজনক। ওই প্রেক্ষাপটে নির্দেশ দেওয়া হলো যে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি বিধি ৬ ও ৮ অনুসারে কোনো সন্দেহজনক লেনদেন সম্পাদনের বিষয়ে সংশ্লিষ্ট অনুমোদিত প্রতিনিধি (এআর) বা কমপ্লায়েন্স অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) অবহিত করতে বলা হলো। সেই সঙ্গে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার লেনদেন বিষয়ে তদন্ত করে এই চিঠির তারিখ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে কমিশনে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান। এ কোম্পানিতে রাষ্ট্রের মালিকানা ৫১ শতাংশ।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়