ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেইমার-আলভেজদের সঙ্গে প্যারিসে ব্রাজিলের অনুশীলন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার-আলভেজদের সঙ্গে প্যারিসে ব্রাজিলের অনুশীলন

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া লাগতো নেইমার ও দানি আলভেজদের। কিন্তু আটলান্টিক পাড়ি দিয়ে উল্টো ব্রাজিল জাতীয় দলের অন্য ফুটবলাররাই উড়ে আসলেন ফ্রান্সে।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলার সুবাদে নিজ শহরেই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানালেন নেইমার-আলভেজরা।

ফ্রান্সের লিলেতে শুক্রবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। ওই ম্যাচ খেলতে আগে থেকেই অনুশীলনের জন্য ফ্রান্সে ছুটে গেছে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়রা। সোমবার প্যারিসে বার্সার পাওলিনহো, চেলসির উইলিয়ান আর ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার-আলভেজরা।

গ্রীষ্মের দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন নেইমার। অন্যদিকে জুভেন্টাস থেকে ফ্রি অফ ট্রান্সফারে পিএসজিতে আসেন ব্রাজিলিয়ান আরেক তারকা দানি আলভেজ। ফ্রান্সে খেলার সুবাদে  জাপানের বিপক্ষে হয়তো এক রকম স্বাগতিক দলের আমেজ নিয়েই খেলতে পারবেন এ দুই তারকা।

শুক্রবার রিও ডি জেনিরোর স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে টোকিওর ঘড়িতে তখন সময় হবে রাত ৮টা। বিপুল পরিমান টেলিভিশন দর্শকের সাড়া পেতেই এ সময় খেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

জাপানের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী মঙ্গলবার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে স্বাগত জানাবে ইংল্যান্ড।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়