ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাবলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, এক ব্যক্তির মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাবলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে তাবলীগ জামাতের সাদ পন্থী ও জুবায়ের পন্থীর মধ্যে দ্বন্দ্বের জেরে আব্দুর রহিম (৩০) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান। তিনি তাবলীগের সাদ পন্থী ছিলেন বলে তার বড় ভাই আব্দুর রহমান জানিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ও বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান জানান, কিশোরগঞ্জের কটিয়াদি এলাকায় গত ১৯ মে রাতে তারাবি নামাজের পরপর মসজিদের পাশে দিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে জুবায়ের পন্থীর লোকজন রহিমের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, এবং পরে সেখান থেকে ওই দিন রাতে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে আনা হয়।

আব্দুর রহিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পূর্বপাড়ার মো. মোস্তফার ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং এক সন্তানের জনক।

ডা. পার্থ শঙ্কর পাল জানান, তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।

এ ঘটনায় আব্দুর রহিমের মামা মামুনুর রশিদ স্থানীয় থানায় বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় দুইজন গ্রেপ্তার আছেন বলে জানান বাচ্চু মিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়