ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রাজধানীতে শুরু হচ্ছে চামড়া শিল্প প্রযুক্তির প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে শুরু হচ্ছে চামড়া শিল্প প্রযুক্তির প্রদর্শনী

চামড়া ও চামড়াজাত শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বাধুনিক টেকসই প্রযুক্তি তুলে ধরতে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সপ্তমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এ ট্রেড শো’তে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে। চামড়া খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘লেদারটেক বাংলাদেশ ২০১৯’ এর উদ্বোধন করবেন।

একই সাথে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে বাংলাদেশ লেদারফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রেড শো’র আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড জানায়, আইসিসিবি’র ৫টি হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করবে।

অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে থাকবে ভারতের সিএলই এবং আইএফসিএমমএ’র প্যাভিলিয়ন, চীনের ওয়েনঝোঁও অ্যান্ড জিনজিয়াং অ্যাসোসিয়েশনের প্যাভিলিয়ন এবং পাকিস্তান ট্যানারস অ্যাসোসিয়েশনের এক্সক্লুসিভ ফিনিশড লেদার প্যাভিলিয়ন ছাড়াও বাংলাদেশ, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ প্রায় ২০টি দেশের প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার চামড়া শিল্পের সমস্যা খুঁজে বের করতে এবং এর উন্নয়নের উপায় নির্ধারণে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। এছাড়াও সরকার সাভার ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট (এসটিআইই) কে আর্ন্তজাতিক সনদ অর্জনের জন্য পর্যবেক্ষণ করতে  আর্ন্তজাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপকে এদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে। দেশের পরিবেশ আইন এবং সংশ্লিষ্ট নিয়ম-কানুন মেনে চামড়া খাতকে আর্ন্তজাতিক কম্প্লায়েন্স অর্জনে একটি নীতিমালাও গঠন করবে এ টাস্কফোর্স।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বলেন, ‘টানা সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য লেদারটেক বাংলাদেশ’ এর ব্যাপ্তি বিবেচনায় চামড়া খাতের জন্য এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনোলজি এবং সোর্সিং ট্রেড শো-তে পরিণত হয়েছে। ধারাবাহিক বিকাশ এবং সরকারের সার্বিক সহযোগিতা আর অনুপ্রেরণায় চামড়া খাত ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে চামড়া খাতের পরিসর যেমন বাড়ছে তেমনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ছে। এ ট্রেড শো টেকনোলজি এবং মেশিনারি, ফিনিশড লেদার সোর্সিং এর জন্য এ শিল্পের বিস্তার এবং আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সবকিছু তুলে ধরবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী রওশান আরা এবং সভাপতি মো. সাইফুল ইসলাম ।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি ২ নভেম্বর ২০১৯ পর্যন্ত উন্মুক্ত থাকবে।  আরো জানতে ভিজিট:


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়