ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নারী দিবসের অজানা কিছু কথা

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৮ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৫, ২৬ এপ্রিল ২০২১
নারী দিবসের অজানা কিছু কথা

হয়তো কেউ কেউ জানেন আবার অনেকেই জানেন না বিশ্ব নারী দিবস কবে থেকে প্রচলন শুরু হয়েছে। নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব নারী দিবস। বিশেষ এই দিনটি সম্পর্কে ও নারীদের নিয়ে অজানা ও মজার কিছু তথ্য জানি চলুন-

* ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকায় সে সময়কার সোশালিস্ট পার্টি প্রথম জাতীয় পর্যায়ে নারী দিবস পালন করে। জার্মানির নেতা ক্লারা জেটকিনের উদ্যোগে ১৯১১ সালের ১৯ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। তাতে অংশ নেয় জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ডেনমার্কের ১০ লাখেরও বেশি মানুষ। 

* জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে প্রতি বছরের ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। 

আরো পড়ুন:

* আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চীন, আফগানিস্তান, কিউবা, ভিয়েতনাম, উগান্ডা, রাশিয়া, ইউক্রেন সহ ১৫টি দেশে প্রতি বছরের ৮ মার্চ সরকারি ছুটি থাকে। 

* সার্বিয়া, আলবেনিয়া, ম্যাসাডোনিয়া সহ কয়েকটি দেশে আন্তর্জাতিক নারী দিবস ও মা দিবস একসঙ্গে পালিত হয়।

* প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসের আলাদা অফিসিয়াল থিম থাকে। লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে ২০২১ এর থিম হলো- ‘চুজ টু চ্যালেঞ্জ’। 

নারী দিবস উপলক্ষ্যে নারীদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্যও জেনে নেয়া যাক, চলুন- 

* দুঃখজনক হলেও সত্যি যে, বিশ্বের প্রায় সব দেশেই পুরুষদের তুলনায় নারীরা কর্মক্ষেত্রে বেশি সময় কাজ করেন তবে পারিশ্রমিক পান তুলনামূলক কম।

* এ পর্যন্ত আইকিউ টেস্টে ইতিহাসে সবচেয়ে বেশি দুইবারই পুরুষের তুলনায় নারীরা বেশি পয়েন্ট পেয়েছেন।

* প্রতিদিন গড়ে একজন নারী ২০ হাজার শব্দ উচ্চারণ করেন। উল্টো দিকে পুরুষরা বলেন ৭ হাজার শব্দ। 

* আর্থিক সঙ্গতির বিবেচনায় গড়ে একজন নারীর ২৫ জোড়ার বেশি জুতা থাকে। 

* বিশ্বের অর্ধেক খাদ্য উৎপাদনে নারীর ভূমিকা আছে। তবে বিশ্বে খামার বা শস্যক্ষেতের মালিক মাত্র ১ শতাংশ নারী।  

* কোন জামা পরবেন, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীরা তাদের জীবনের মোট একটি বছর নষ্ট করেন। 

* প্রতি মিনিটে একজন নারী ১৯ বার চোখের পলক ফেলেন। সেই তুলনায় পুরুষ চোখের পলক ফেলেন ১১ বার।  

* নারীরা কোনো গোপন কথা গড়ে ১৫ মিনিট থেকে ৪৭ ঘণ্টা  পর্যন্ত নিজের মনে রাখতে পারেন। পরে তা অন্যদের সঙ্গে শেয়ার করেন। 

* হরমোনের ভারসাম্যহীনতার কারণে পুরুষদের তুলনায় নারীরা চার গুণ বেশি মাথাব্যথায় ভোগেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়