ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

পুরনো শাড়ি ফেলে না রেখে যা করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪৪, ২৮ জানুয়ারি ২০২৪
পুরনো শাড়ি ফেলে না রেখে যা করতে পারেন

শাড়ি কয়েকবার পরার পর অনেকেই ঘরে ফেলে রাখেন। কিছু কিছু শাড়ি ঘরে পরে থাকে দিনের পর দিন। চাইলেই এসব শাড়ি কেটে কামিজ, ঢিলেঢালা কুর্তা বা ছোটখাটো কুর্তি বানিয়ে ফেলতে পারেন।

কুর্তা হচ্ছে লম্বা এবং ঢিলেঢালা। এটি ফিটিংস পোশাক নয়। কুর্তা লম্বায় বড় হয়।

কুর্তা হচ্ছে লম্বা এবং ঢিলেঢালা, ফিটিংস নয়।

ঘরে যদি পুরনো শাড়ি থেকে খুব সহজেই কুর্তা বানিয়ে নিতে পারেন আপনি। এসব শাড়ির কুর্তা আপনার লুককে সহজেই এলিগেন্ট ছোঁয়া দিতে পারে। কুর্তাতে এমব্রয়ডারি ওয়ার্ক করে নিতে পারেন, তাহলে তার সৌন্দর্য হবে দেখার মতো।  কুর্তা পরা যায় ট্রাডিশনাল পায়জামা বা চুড়িদারের সঙ্গে।

কুর্তি হচ্ছে কুর্তার সংক্ষিপ্ত সংস্করণ। এটি কম ঢিলেঢোলা এবং ফিটিংস। সাইডে স্লিট কাটা থাকে না। কুর্তি লম্বায় ছোট হয়। পুরনো শাড়ি দিয়ে বানাতে পারেন ছোট কুর্তি। বিয়ের অনুষ্ঠানেও এই ধরনের পোশাক পরতে পারেন। ফিউশন লুক পেতে পারেন পুরনো শাড়ির তৈরি পোশাকে। কুর্তি জিনস, পালাজ্জো, ধুতি পায়জামার সঙ্গে মানানসই।

শাড়ি দিয়ে বানাতে পারেন ছোট কুর্তি।

তাহলে আলমারিতে একটা অভিযান পরিচালনা করুন আর যেসব শাড়ি দিয়ে নতুন পোশাক বানাতে চান সেগুলো আলাদা করে নিন। শেষ কথা হচ্ছে পুরনো শাড়ি দিয়ে আপনি যে পোশাকই বানাননা কেন ফিউশন লুক পাবেন। তো, নিজের পছন্দসই কোনো কাটে বানিয়ে ফেলুন নতুন পোশাক।

/লিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়