ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ইলিশ মাছের মালাইকারি এভাবে রান্না করেছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:০৪, ২৯ জানুয়ারি ২০২৪
ইলিশ মাছের মালাইকারি এভাবে রান্না করেছেন কখনো?

দুপুর কিংবা রাতের খাবারে ভাতের সঙ্গে ইলিশ মাছের মালাইকারি হলে বেশ জমে যায়। কীভাবে রান্না করবেন জেনে নিন।

উপকরণ: মাঝারি আকারের ইলিশ মাছ একটি (টকুরা করে কাটা), টক দই সিকি কাপ, নারকেলের দুধ দুই কাপ, আদা বাটা এক চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, কাঠবাদাম বাটা এক টেবিল চামচ, কিশমিশ বাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ ফালি চারটি, পেঁয়াজকুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, লবণ পরিমাণমতো, চিনি দুই চা-চামচ, তেল পৌনে এক কাপ।

প্রণালি: একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর বাটা মসলা, গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাছের টুকরাগুলো দিয়ে টক দই ও লবণ দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভুনে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। ঝোল কমে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে দিন। এবার চুলার আগুন কমিয়ে কিছুক্ষণ কমিযে রাখুন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিন। রেডি হয়ে গেল ইলিশ মাছের মালাইকারি।

আরো পড়ুন:

পরিবেশনের জন্য কাচের পাত্রে ঢেলে নিতে পারেন। আর একটি গাজর পাতলা করে কেটে গোলাপের আকার দিয়ে বাটির পাশে রেখে দিতে পারেন। তারপাশে রেখে দিতে পারেন দুইটি কাঁচা মরিচ। এতে দেখতেও সুন্দর লাগবে। এর বাইরে আপনার নিজের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগতো রইলোই।

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়