ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কর্মক্ষেত্রে নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করার চার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৩১, ৩১ জানুয়ারি ২০২৪
কর্মক্ষেত্রে নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করার চার উপায়

কর্মক্ষেত্রে নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করা জরুরি। এই প্রচেষ্টা শুরুর দিন থেকেই রাখতে পারলে ভালো। বিশেষজ্ঞরা বলেন মানুষ প্রায় সময় তাদের সাথে দেখা করার কয়েক সেকেন্ডের মধ্যে অন্যদের সম্পর্কে ইমপ্রেশন তৈরি করে। কর্মক্ষেত্রে আরও কিছু বিষয় আছে যেগুলো মানতে হবে। 

নিজেকে পেশাদার হিসাবে উপস্থাপন করুন: শুরুতেই নিজেকে পেশাদার হিসাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। এজন্য আপনার শরীরের ভাষা সম্পর্কে সচেতন থাকুন। একটি ভালো নিয়ম হচ্ছে সোজা দাঁড়ানো, চোখের যোগাযোগ বজায় রাখা এবং মুখে হাসি রাখা! কর্মক্ষেত্রের ড্রেস কোড এবং অফিসের নীতিগুলো আগে থেকেই জেনে নিন। প্রথমেই কর্মক্ষেত্রের মান, নীতি এবং পদ্ধতিগুলো বোঝা কঠিন হতে পারে। আপনি যদি একটি বড় প্রতিষ্ঠানে থাকেন, আপনাকে মানবসম্পদ বিভাগ থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো মেনে চলুন। ছোট কর্মক্ষেত্রে শুরুতেই বিস্তারিত নির্দেশনা নাও পেতে পারেন। সেক্ষেত্রে অন্যদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনে আপনার সহকর্মীদেরকে প্রশ্ন করতে পারেন। সব থেকে ভালো উপায় হচ্ছে অন্যদের  পর্যবেক্ষণ করা। যা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে- কোনটি উপযুক্ত এবং কোনটি নয়।

গসিপ এড়িয়ে চলুন: কর্মক্ষেত্রে এক সহকর্মীর কাছে অন্য সহকর্মী সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। এরজন্য আপনি কীভাবে আপনার বস, সহকর্মী এবং অধস্তনদের সঙ্গে যোগাযোগ করবেন সে সম্পর্কে চিন্তাভাবনা করুন।

আরো পড়ুন:

যোগাযোগ বজায় রাখুন: যোগাযোগ কর্মক্ষেত্রের শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কথোপকথনে আপনার সহকর্মীদের সাথে কীভাবে যোগাযোগ করেন সে সম্পর্কে সচেতন হন। অফিসিয়াল ইমেলের ক্ষেত্রে, নিশ্চিত করুন সেটি স্পষ্ট এবং বানান ত্রুটিমুক্ত। মনে রাখবেন, ইমেল হল যেকোনো কথোপকথনের স্থায়ী রেকর্ড। 

ব্যক্তিত্বপূর্ণ তবুও পেশাদার হন: আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করতে যদি ভালো লাগে, তবে আপনি কী বলছেন, কতটুকু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার কর্মস্থলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। 

তথ্যসূত্র: ক্যারিয়ার এডুকেশন

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়