ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রোজ ডে

প্রেমিকাকে গোলাপ দিয়ে যা বলতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
প্রেমিকাকে গোলাপ দিয়ে যা বলতে পারেন

এ সপ্তাহটা প্রেমিক-প্রেমিকা এবং দম্পতিদের একে অপরকে আরও ভালোবাসার কথা মনে করিয়ে দেবে। কেননা দুয়ারে কড়া নাড়ছে ভ্যালেন্টাইন ডে। তার আগে রোজ ডে পালন করুন। আজই সেই দিন। প্রতি বছর ফেব্রুয়ারির ৭ তারিখে দিনটি পালন করা হয়।

এই দিনে, দম্পতিরা সঙ্গীকে গোলাপ ফুল দিয়ে তাদের অনুভূতি ভাগ করে নেন। অনেকে প্রথমবারের মতো প্রেমের অনুভূতি প্রকাশ করেন।

নিয়ম অনুযায়ী, রোজ ডে-তে প্রেমিকরা লাল, হলুদ, সাদা রঙের গোলাপ ফুল দিয়ে প্রেমিকার প্রতি ভালোবাসা নিবেদন করে। এ উপলক্ষে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে  পারেন। আর যদি ভালোবাসার অনুভূতি জানিয়ে মেসেজ পাঠাতে চান, সেজন্যও দিনটি পারফেক্ট। আপনার অনুভূতি সাজিয়ে নিতে নিচের মেসেজগুলো মিলিয়ে নিন। ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে এ বিষয়ে লিখেছে : 

আরো পড়ুন:

এক. বন্ধুত্বের চেয়ে বড়ো সম্মান আর কী হতে পারে? যে তোমার মতো বন্ধু পাবে, জীবনের প্রতি তার কোনো অভিযোগ থাকবে না।

দুই. হে সুন্দরী, আমার গোলাপ গ্রহণ করো, আর তোমার প্রেমের সাগরে ডুবে যেতে দাও। তোমাকে অনেক ভালোবাসি।

তিন.  তুমি আমার জীবনের সুন্দর গোলাপ। যার লাল রঙ ভালোবাসায় হৃদয় ভরে, জীবন সুগন্ধে প্রাণবন্ত হয়ে ওঠে।

চার. আমি নিয়ন্ত্রণে নেই- এখন বলো কেমন লাগছে? শুধু এই বুঝি- কথা কম, ভালোবাসা বেশি।

পাঁচ. একটি গোলাপ দিয়েছে অভিশাপ তার ঘ্রাণ সারা শহরে তোলপাড় সৃষ্টি করেছে। তুমি সেই গোলাপ।

ছয়. তোমার হাসি আমার কাছে গোলাপের মতো সুন্দর।

সাত. সমাবেশে হাজার হাজার গোলাপ আছে কিন্তু আমার গোলাপ তুমি। তুমিই সব থেকে সুন্দর।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়