ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

লাঞ্চ বক্সের দুর্গন্ধ দূর করার টোটকা

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২২ মে ২০২৪   আপডেট: ০৯:৫৯, ২২ মে ২০২৪
লাঞ্চ বক্সের দুর্গন্ধ দূর করার টোটকা

ছবি: প্রতীকী

লাঞ্চ বক্স খুলেই যদি দুর্গন্ধ পাওয়া যায় তাহলে খাবার ইচ্ছাটাও দূরে চলে যায়। সঠিক যত্ন নিলে লাঞ্চ বক্স ভালো থাকে। লাঞ্চ বক্সের দুর্গন্ধ দূর করার কয়েকটি টোটকা জেনে নিন।

১. লাঞ্চ করা শেষ হলে লাঞ্চ বক্সটি ডিশ ওয়াশিং সোপ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করুন। অফিসে এই সুযোগ না থাকলে বক্সটি পানি দিয়ে ধুয়ে রাখুন। এরপর বাসায় গিয়ে অল্প সময়ের মধ্যে ডিশ ওয়াশিং সোপ দিয়ে পরিষ্কার করে নিন।

২. লাঞ্চ বক্সটি ধুয়ে খোলা অবস্থায় বাতাসে শুকাতে দিন।

আরো পড়ুন:

৩. লাঞ্চ বক্সের দুর্গন্ধ দূর করতে ডিশ ওয়াশিং সোপ দিয়ে পরিষ্কার করার পরে কয়েক টুকরো আলু দিয়ে ঘষে নিতে পারেন।

৪. বেকিং সোডা দিয়েও লাঞ্চ বক্স পরিষ্কার করা যায়। এজন্য পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে নিন। তার মধ্যে লাঞ্চ বক্স ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন।

৫. লাঞ্চ বক্সটি মাঝে-মধ্যে গরম পানিতে ধুয়ে নিতে পারেন।  

৬. সাপ্তাহিক ছুটির দিনে লেবুর খোসা বা দারুচিনি দিয়ে পানি গরম করে সেই পানিতে লাঞ্চ বক্স ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন। এভাবে সপ্তাহে একদিন লাঞ্চ বক্স ধুয়ে নিলে দুর্গন্ধ দূরে থাকতে পারে।

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়