ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মডেল লিয়ানা লিয়ার রূপ রুটিন

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২২ মে ২০২৪   আপডেট: ১১:১৯, ২২ মে ২০২৪
মডেল লিয়ানা লিয়ার রূপ রুটিন

লিয়ানা লিয়া

এ প্রজন্মের ব্যস্ত মডেল লিয়ানা লিয়া। দেশের বড় বড় ফ্যাশন হাউসগুলোর ফটোশুটে নিয়মিত অংশ নেন তিনি। তাকে দেখা যায় লাইফস্টাইল ম্যাগাজিনগুলো প্রচ্ছদেও। কাজের প্রয়োজনে নিয়মিত মেকআপ করতে হয় তার। এক-এক ফটোশুটে এক-এক রকম মেকআপ-গেটআপের প্রয়োজন হয়। লিয়ানা লিয়া রাইজিংবিডিকে জানিয়েছেন ফটোশুট শেষে তিনি ত্বকের যত্নে প্রথম মনোযোগ দেন মেকআপ রিমুভ করার জন্য।

ত্বকের যত্নে লিয়ানা লিয়ার রূপ রুটিন যেমন- 

ত্বক ভালো রাখার জন্য প্রচুর পানি পান করেন। প্রতিদিন সকালে বরফ পানি দিয়ে মুখ পরিষ্কার করে নেন। ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন। অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করেন তিনি। এ ছাড়া ত্বক ভেতর থেকে ভালো রাখার জন্য মৌসুমী ফল খান। 

আরো পড়ুন:

লিয়ানা জানান, ফটোশুট শেষে ওয়েপার দিয়ে প্রাথমিকভাবে মেকআপ মুছে নেন। এরপর বাসায় গিয়ে অলিভ অয়েল ম্যাসাজ করে মেকআপ ভালোভাবে রিমুভ করেন। তারপরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেন। ঘুমাতে যাওয়ার আগে মুখের ত্বকে সিরাম দিয়ে ম্যাসাজ করে নেন। 

লিয়ানা মনে করেন মেকআপ ঠিকঠাক মতো রিমুভ না করলে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। ফটোশুট না থাকলে সাধারণত মেকআপ ব্যবহার করেন না তিনি। 

/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়