একই অ্যাপে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:০৪, ৩০ মে ২০২৪
আপডেট: ১১:০৭, ৩০ মে ২০২৪
ছবি: প্রতীকী
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ‘হোয়াটসঅ্যাপ’ খুব জনপ্রিয় এবং তুলনামূলক নিরাপদ মাধ্যম। অনেকে একই মোবাইলে দুইটি সিম ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপে একটি নম্বর যুক্ত করেন। নিয়ম মেনে একই অ্যাপে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। জেনে নিন নিয়ম।
- প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।
- এরপর হোয়াটসঅ্যাপের সেটিং মেনুতে যান।
- এবার আপনার প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করুন।
- এরপরে আরেকটি মোবাইল নম্বর যোগ করার অপশন আসবে। নম্বরটি যুক্ত করে নিন।
এভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দুইটি মোবাইল নম্বর যুক্ত করা যায়।
উল্লেখ্য, স্মার্টফোনে এভাবে একই অ্যাপে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও আইফোনে এই নিয়মে দুইটি মোবাইল নম্বর যুক্ত করা যায় না।
/লিপি