ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

একই পশুতে কোরবানির সঙ্গে আকিকা দেয়ার বিধান 

মাওলানা মুনীরুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৮ জুন ২০২৪  
একই পশুতে কোরবানির সঙ্গে আকিকা দেয়ার বিধান 

কোরবানি আরবি শব্দ। এর অর্থ ত্যাগ স্বীকার করা, বিসর্জন দেয়া, উৎসর্গ করা। মহান আল্লাহর নৈকট্য অর্জন এবং তাঁর ইবাদতের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে পশু জবেহ করাকে কোরবানি বলা হয়। আল্লাহ তায়ালা তাঁর প্রিয় নবীকে কোরবানি করতে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরানে তিনি বলেছেন, ‘আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন ও কোরবানি করুন’। (সুরা কাওসার : ২) 

এ আয়াতে নামাজ আদায় করতে এবং কোরবানির পশু জবেহ করতে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু কোরবানির সুনির্দিষ্ট কিছু বিধি-বিধান রয়েছে। এ সম্পর্কে আগের লেখাগুলোয় আলোচনা করা হয়েছে। এ ছাড়া আজকে কোরবানির দ্বিতীয় দিন। এ সময় অনেকে আকিকা দিতে চান। কোরবানির সঙ্গে আকিকার বিধান কি এ নিয়েই আজকের ছোট্ট এই আলোচনা।

একই পশুতে কোরবানির সঙ্গে আকিকা দেয়া যায়। তবে এমন করা উত্তম নয়। কোরবানির গোশতের মতো আকিকার গোশতও নিজে খেতে পারবে, অপরকে খাওয়াতে পারবে, দানও করা যাবে। 

ছেলের আকিকা হলে দুটি ছাগল অথবা গরুতে দুই শরিক এবং মেয়ের আকিকা হলে একটি ছাগল অথবা গরুতে এক শরিক দেওয়া উত্তম। সম্ভব না হলে ছেলের জন্যও এক অংশই নির্ধারণ করা যেতে পারে। 

[সূত্র : ফাতওয়া আলমগীরী, ফাতওয়া শামী, ইমদাদুল ফাতওয়া প্রভৃতি]

তারা//


সর্বশেষ

পাঠকপ্রিয়