ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিবাহিত পুরুষেরা বেশি সুখী!

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৪৩, ২ জুলাই ২০২৪
বিবাহিত পুরুষেরা বেশি সুখী!

ছবি: প্রতীকী

জীবন মানে শুধু বেঁচে থাকা নয়। জীবন মানে— সুখ, সমৃদ্ধি, প্রতিষ্ঠা, পরিপূর্ণতা এবং এমন আরও অনেক কিছু। যদিও সুখের সংজ্ঞা একজনের কাছে একরকম। সুখ ব্যক্তির ধারণার ওপর নির্ভর করে। তবে গবেষণায় দেখা গেছে বিবাহিত পুরুষ নিজেদেরকে বেশি সুখী মনে করেন। 

বিবাহিত পুরুষেরা বেশি সুখী হওয়ার কারণ কী?

বিবাহিত পুরুষেরা স্ত্রীর কাছ থেকে অনেক মানসিক সাপোর্ট পেয়ে থাকেন। সাধারণত বিবাহিত পুরুষদের স্বাস্থ্য ভালো থাকে। তার কারণ বিয়ের পর তাদের জীবনমান উন্নত হয়। বিবাহিত পুরুষদের স্বাস্থ্যকর অনেক অভ্যাস গড়ে ওঠে। বিবাহিত পুরুষেরা আগের অনেক বদ অভ্যাস ছেড়ে দিয়ে পরিবার এবং সংসারের দায়িত্ব পালনে বেশি মনোযোগ দেন।

আরো পড়ুন:

বিবাহিত জীবনে স্ত্রীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাওয়ার ফলে তাদের দুশ্চিন্তা কম থাকে। যেসব পুরুষ অর্থ-উপার্জনকারী নারীকে বিয়ে করেন তাদের জীবনমান খুব দ্রুত বাড়ে। এসব দম্পতির ভবিষৎ পরিকল্পনা অনেক ভালো হয়। বিয়ের মাধ্যমে একজন পুরুষের সামাজিক পরিচিতিও বাড়ে। স্ত্রীর যত্ন, ভালোবাসা এবং সম্পর্কের বৈধতা পুরুষকে সুখী করে তোলে।

তথ্যসূত্র: টাইমস অব ইণ্ডিয়া

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়