ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

কাপড়ের গয়নার যত্ন

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২৩, ২০ আগস্ট ২০২৪
কাপড়ের গয়নার যত্ন

ছবি: কাহারের সৌজন্যে

জনপ্রিয়তা পেয়েছে কাপড়ের গয়না। বাঙালিয়ানা লুকে কাপড়ের গয়নার জুড়ি নেই। শাড়ি, কুর্তি, লং কামিজ কিংবা ফতুয়ার সঙ্গে দারুণ মানানসই কাপড়ের গয়না। এই গয়নার যত্ন নেওয়াও সহজ।

‘কাহার’-এর স্বত্বাধিকারী সংহিতা বহ্নি বলেন, ‘কাপড়ের গয়না ব্যবহার করার পর বা নতুন অবস্থায় সংরক্ষণ করলে অবশ্যই টিস্যু দিয়ে মুড়িয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন কাপড়ে ময়লা বা দাগ না বসে।’ 

সংহিতা বহ্নির পরামর্শ—

আরো পড়ুন:

কোনো কারণে কাপড়ের গয়নায় দাগ বা ময়লা বসে গেলে ব্রাশ দিয়ে হালকা করে করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। 

হার, চুড়ি, কানের দুল আলাদা আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে।

কাপড়ের গয়নায় অন্য কোনো মেটাল যুক্ত থাকলে একই পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে ধাতুতে যেন পানি বা বডি স্প্রে না লাগে। কোনো কারণে গয়নায় বডি স্প্রে বা পানি লেগে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়