ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

‘ভাষাই মানুষের ব্যক্তিত্ব’

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪
‘ভাষাই মানুষের ব্যক্তিত্ব’

আজমেরিনা শাহানী

ইউনিলিভার বাংলাদেশের `বিউটি অ্যাডভাইজার' হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন আজমেরিনা শাহানী। তার কাছে জানতে চেয়েছিলাম সৌন্দর্য বলতে তিনি আসলে কী বোঝেন?— রাইজিংবিডিকে আজমেরিনা বলেন ‘সৌন্দর্য বলতে আমি সাধারনত মানুষের ভেতরের সৌন্দর্যকে বুঝি। সৌন্দর্য্য মানুষের বাহ্যিক অবয়বে নয়, সৌন্দর্য মানুষের মার্জিত রুচি, উন্নত ব্যক্তিত্ব এবং বিনয়ী আচরণে প্রকাশ পায়। যে মনের আলো জ্বেলে দিতে জানে প্রকৃতপক্ষে সেই সৌন্দর্যের আধার।’

একজন মানুষ কোন কীভাবে কথা বলছেন তা অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন আজমেরিনা। 

আজমেরিনা শাহানী বলেন, ‘ভাষাই মানুষের ব্যক্তিত্ব। ভাষার শুদ্ধতম উচ্চারণ, ব্যবহার ও বাচনভঙ্গি— একজন মানুষের উন্নত ব্যক্তিত্ব এ রুচির পরিচায়ক।’

নারীর চুল সব সময় লম্বা হতে হবে এমনটা মনে করেন না আজমেরিনা। তাকে সব সময় দেখা যায় ছোট ও ব্রাউন চুলে। আজমেরিনা বলেন,  ‘অনেকে বিশ্বাস  করেন নারীর চুল হবে দীঘল-কালো এবং ঘন। আমি মনে করি নারী যদি স্বাচ্ছন্দ্যবোধ করে তাহলে চুল ছোটও থাকতে পারে। রুচি এবং ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেলে যেকোন কাটের চুলে নারীকে ভালোলাগে। ব্যাক্তগতভাবে আমি ‘Short Hair carry’ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা এটি আমার রুচি ও ব্যক্তিত্বের সাথে ভীষণভাবে মানিয়ে যায়। এবং একই সাথে আমি বিশ্বাস করি ছোট চুলের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী হয়।’

উল্লেখ্য, আজমেরিনা শাহানী বর্তমানে Fast Network Technology তে  Business Development Manager & Executive of Finance হিসাবে কর্মরত আছেন। ২০০৩ সালের ‘লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক’ এর খুলনা বিভাগ থেকে প্রথম রানার আপ নির্বাচিত হন আজমেরিনা শাহানী। বাংলাদেশ বেতারের ক্রিপ্ট রাইটার এবং ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন তিনি। এছাড়াও জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড সাতকাহন এর নিয়মিত মডেল আজমেরিনা।  

লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়