ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

মেকআপে ফ্রেশ লুক পাওয়ার পূর্বশর্ত

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০১, ১১ অক্টোবর ২০২৪
মেকআপে ফ্রেশ লুক পাওয়ার পূর্বশর্ত

ছবি: প্রতীকী

মেকআপ করার পরেও যদি মুখে ক্লান্তিভাবে থেকে যায় তাহলে সাজই মাটি হবে। মেকআপ করার আগে ত্বকের জেল্লা বাড়ানোর দরকার। অল্প সময়ে ত্বকের জেল্লা বাড়াতে যেসব উপায় অবলম্বন করা যায়, জেনে নিন।

এক টুকরো বরফ সুতি কাপড়ে মুড়িয়ে নিন। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে এরপর রবফের পুটুলি মুখে বুলিয়ে নিন। ক্লান্তি কেটে যাবে। সতেজতা ফুটে উঠবে। উজ্জ্বল দেখাবে মুখ।

দ্রুত মুখের ত্বকে গোলাপি আভা ফুটিয়ে তুলতে চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। এটি আপনার মুখে স্প্রে করে তিন মিনিট অপেক্ষা করুন। তার কয়েক মিনিটের মধ্যেই মুখের ক্লান্তিভাবে উধাহ হবে।

আরো পড়ুন:

মেকআপ করার আগে অ্যালোভেরা জেল মাখতে পারেন। মুখে অ্যালোভেরা জেল মাখলে অল্প সময়ের মধ্যে ত্বকের জেল্লা বাড়বে। সবচেয়ে বড় কথা ত্বকের ক্লান্তিভাব কেটে যাবে। আর এতেই ফ্রেশ দেখাবে আপনাকে। 

উল্লেখ্য, ঘরোয়া উপায়ে ত্বকের জেল্লা বাড়ানোর জন্য এসব উপাদান ব্যবহারের ফলে অনেক সময় ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। এজন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রূপরুটিন ঠিক করতে পারেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়