ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

ছোট চুলের স্টাইল শিখুন আলিয়ার কাছে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:১৮, ৩০ অক্টোবর ২০২৪
ছোট চুলের স্টাইল শিখুন আলিয়ার কাছে

আলিয়া ভাট

ছোট চুলেও যে ভীষণ স্টাইলিশ লুক পাওয়া যেতে পারে তা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখলেই বোঝা যায়। ছবিতে দেখা যাচ্ছে, পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গে আলিয়া ভাট চুলগুলো একেবারে আগোছালো করে রেখেছেন। এতে ন্যাচারাল ও আত্মবিশ্বাসী লুক ফুটে উঠেছে নায়িকার। চাইলে আপনিও ছোট চুলে এমন স্টাইল করতে পারেন। বিশেষত পাশ্চাত্য ধাঁচের পোশাকে বেশ মানিয়ে যায় এই স্টাইল।

ক্যাজুয়াল ভাব আনতে চাইলে ছোটচুলগুলো টেনে আলিয়া ভাটের মতো পনিটেইল করে রাখতে পারেন। 

আরো পড়ুন:

শাড়ির সঙ্গে খোঁপা বেশ মানানসই। ছোটচুল সামনে থেকে টেনে খোঁপা করেছেন আলিয়া। আর পরনে জমকালো শাড়ি। ভারী গয়নার সাজের সঙ্গে সাবেকি ঢঙের খোঁপায় নায়িকাকে বোল্ড এবং আত্মবিশ্বাসী লাগছে। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সাত পাঁচ না ভেবে আলিয়ার মতো চুলগুলো সাজিয়ে নিতে পারেন। 

করপোরেট লুক পাওয়ার জন্য ছোট ছোট চুলগুলো পরিপাটি করে বেঁধে রাখতে পারেন। আর আলিয়ার মতো সামনের দিকে এক গোছা চুল ছেড়ে রাখতে পারেন।

ছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়