ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

গোল মুখের মেকআপ ট্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:৫৬, ৩১ অক্টোবর ২০২৪
গোল মুখের মেকআপ ট্রেন্ড

সেলেনা গোমেজ

হলিউডের সংগীত শিল্পী, সঞ্চালক এবং অভিনেত্রী সেলেনা গোমেজের মুখের গড়ন গোল। ভোগ ম্যাগাজিন প্রকাশ করেছে সেলেনা গোমেজের সাম্প্রতিক লুক। হ্যাং ভানগো এই সাজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গোল মুখের মেকআপ কেমন হওয়া উচিত।

হ্যাং ভানগোর মতে, লুক এবং চুলের স্টাইল কেমন হবে তা নির্ভর করে মুখের মেকআপের ওপর। মেকআপের সঙ্গে বাকি সাজের ভারসাম্য তৈরি করতে হয়। সেলেনাকে সাজানোর ক্ষেত্রে আইলাইনার আর কনট্যুরিংয়ের চমৎকার সামঞ্জস্য দেখিয়েছেন হ্যাং ভানগোর।  দেখা যাচ্ছে সেলেনা গোমেজের চোখের আইলাইন ধরে আইলাইনার টেনে বাইরে কিছুদূর নেওয়া হয়েছে। এতে গোলাকার মুখটি দেখতে কিছুটা লম্বা মনে হচ্ছে। দুই গালে ত্বকের চেয়ে দুই শেড গাঢ় কনট্যুর ব্যবহার করা হয়েছে। সেলেনার ঠোঁটে শোভা পাচ্ছে অক্সি ব্লাড রঙের লিপস্টিক। 

আরো পড়ুন:

গোল মুখে কনট্যুর করার নিয়ম: মুখের গড়ন গোল হলে কনট্যুর করার সময় ত্বকের রঙের চেয়ে দুই শেড গাঢ় রঙের কনট্যুর ব্যবহার করতে হবে। এজন্য প্রথমে কপালের ধার বরাবর করট্যুর করে নিতে হবে। পরে কানের উপর ভাগ থেকে শুরু করে চোয়ালের মাঝ পর্যন্ত ব্রোঞ্জার লাগিয়ে নিতে হবে।  শেষে থুতনির নীচ থেকে কানের পেছন দিক পর্যন্ত লম্বা করে ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। মেকআপের সময়ে হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না। 

এই হেমন্তে ঠোঁটে সেলেনা গোমেজের মতো গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন।  

ছবি: ভোগ ম্যাগাজিন থেকে নেওয়া

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়