ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

বাথরুমের মেঝে পরিষ্কার করার সহজ উপায় 

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:১৫, ২ নভেম্বর ২০২৪
বাথরুমের মেঝে পরিষ্কার করার সহজ উপায় 

ছবি: প্রতীকী

সুস্বাস্থ্য বজায় রাখতে বাথরুমের মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা জরুরি। একটি সহজ উপায়ে বাথরুমের মেঝে পরিষ্কার করে নিতে পারেন। উপায় জেনে নিন।

বাথরুমের মেঝে পরিষ্কার করার জন্য বেকিং সোডার পেস্ট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মেঝেতে যদি কোনো দাগ লেগে থাকে তাহলে বেকিং সোডার পেস্ট পাঁচ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। তারপর ব্রাশ দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নিন।

আরো পড়ুন:

এ পর্যায়ে আধা বালতি পানিতে একটু তরল সাবান মিশিয়ে ফেনা তুলে নিতে হবে।  এ পর্যায়ে  একটা মাইক্রোফাইবার কাপড় অথবা সুইফার (হাতলযুক্ত একধরনের মেঝে পরিষ্কারের উপকরণ) বালতির সাবানপানিতে ভিজিয়ে মেঝে মুছে নিতে হবে। 

উল্লেখ্য, বাথরুমের মেঝে টাইলসের হলে এই উপায়ে পরিষ্কার করে নিতে পারেন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়