ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

টুথপেস্ট দিয়ে যা যা করা যায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৫, ৫ নভেম্বর ২০২৪
টুথপেস্ট দিয়ে যা যা করা যায়

ছবি: প্রতীকী

দাঁত পরিষ্কার করা থেকে জুতা পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা হয়। এ ছাড়াও আরও অনেক কাজে লাগে টুথপেস্ট। জেনে নিন টুথপেস্টের বিভিন্ন ব্যবহার।

১. জুতা পরিষ্কার করতে ব্যবহার করা হয় পেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতায় পেস্ট লাগিয়ে তারপর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলে জুতা নতুনের মতো হয়ে যায়। 

আরো পড়ুন:

২. যাদের ঘরে ছোট শিশু আছে তাদের ঘরের দেয়াল জানে চিত্রশিল্পী কাকে বলে, কত প্রকার! দেয়ালটা হয়ে যায় শিশুর ক্যানভাস। দেয়ালের দাগ দূর করতে নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়ালে মেখে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে জেল টুথপেস্ট ব্যবহার করা যাবে না।

৩. চায়ের কাপে অনেক সময় দাগ পড়ে যায়। সেই দাগ উঠতে চায় না। কাপের দাগ দূর করার জন্য কাপে টুথপেস্ট লাগিয়ে কিছু সময় রেখে দিন। তারপর সেটি ঘষে ভালোভাবে পরিষ্কার করুন।  এভাবে বাথরুমের কাচ, বড় আয়না,  কাচের দরজা, জানালা পরিষ্কার করে নিতে পারেন।

৪. রুপার গয়নায় অনেক সময় কালচে দাগ পড়ে যায়। রুপার গয়না পরিষ্কার করার জন্য প্রথমে পুরনো নরম ব্রাশে অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে নিন। এরপর ধীরে ধীরে গয়না ব্রাশ করুন। তারপর পাতলা কাপড় দিয়ে মুছে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। 

৫. রান্না করার পরে হাত থেকে পেঁয়াজ রসুনের গন্ধ দূর করতে হাত ধোয়ার সময় সামান্য টুথপেস্ট হাতে লাগিয়ে নিতে পারেন। এরপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে নিলে গন্ধ চলে যাবে।  

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়