ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

মেকআপ গাইডলাইন জানালেন মেকআপ আর্টিস্ট 

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪০, ৭ নভেম্বর ২০২৪
মেকআপ গাইডলাইন জানালেন মেকআপ আর্টিস্ট 

ভূবন হাওলাদার, মেকআপ আর্টিস্ট

মেকআপ আর্টিস্ট ভূবন হাওলাদার ক্যারিয়ারের শুরুতে অভিনেত্রীদের মেকওভার করতেন। সেই তালিকায় আছেন জয়া আহসান, তানজিন তিশা, মিথিলা, নিপুণ, দিঘীসহ আরও অনেকে। ভূবন বর্তমানে ফ্যাশন মডেলদের মেকওভার করেন। দেশের নামী ফ্যাশন হাউস Sailor, Yellow, Twelve, Bluchees, Raw nation- এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন তিনি। এই সময়ের ফ্যাশন মডেল মাসিয়াত, আর্নিরা, শার্লিনা, রাজমানিয়া, ফজলে রাব্বি, রনি ইমরানসহ অনেকের মেকওভার করেছেন ভূবন হাওলাদার। তার কাছে জানতে চেয়েছিলাম হেমন্তের মেকআপ গাইডলাইন। ভূবন হাওলাদার বলেন, হেমন্তে ন্যাচারাল মেকআপ করাই ভালো। ছয় ধাপে ন্যাচারাল মেকআপ করে নিতে পারেন।

প্রথম ধাপ: মুখের হাইড্রেশনের জন্য টোনার লাগিয়ে নিতে হবে। এরপর ময়শ্চারাইজার লাগাতে হবে

দ্বিতীয় ধাপ: Hydrating primer লাগাতে হবে

আরো পড়ুন:

তৃতীয় ধাপ: লিকুইড ফাউন্ডেশন লাগাতে হবে 

চতুর্থ ধাপ: লুস পাউডার লাগিয়ে নিতে হবে

পঞ্চম ধাপ: কমপ্যাক্ট পাউডার ব্যবহার করেতে ফেস এ ব্লাশন দিতে হবে

ষষ্ঠ ধাপ: সবশেষে পছন্দমতো আই মেকআপ করে ফেস এ ব্লাশন দিলেই হয়ে যাবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়