এফাকে সমুদ্রের সৌন্দর্যে সাজালো যে
রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম
নুজহাত তাবাসসুম এফা, ইয়াসিন আহমেদ সকাল
জাপানে অনুষ্ঠিত ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৪’ এর মূল পর্বে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের টপ মডেল নুজহাত তাবাসসুম এফা। এবারের আসরে ৭০ দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রত্যেক প্রতিনিধি আন্তর্জাতিক এই মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’ শোতে স্ব স্ব সংস্কৃতি তুলে ধরছেন। এই শোতে নজর কেড়েছে এফার সামুদ্রিক নৈসর্গিক সৌন্দর্যে প্রাণিত পোশাক ‘আনন্দ তরঙ্গ’। নরম সিল্ক আর টিস্যু কাপড়ে বানানো হয়েছে এই পোশাক। কুচিতে বিভিন্ন শেড ফুটে উঠেছে। কুচির মাঝে মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে ছোট ছোট মুক্তা। যেন ঢেউ ঢেউয়ে ভেসে এসেছে এগুলো।
ইয়াসিন আহমেদ সকাল রাইজিংবিডিকে বলেন, ‘এফা আপু প্রথমে জানান ন্যাশনাল কস্টিউমে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। একই সাথে দেখতে যেন এলিগেন্ট লাগে। এরপরেই আমি আমাদের বঙ্গোপসাগরের কথা ভাবতে থাকি। এই সাগরের ঢেউয়ের যত ভিন্নতা ও রঙ সেই শেডগুলো কুচিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর পোশাকটি যাতে সহজে বহন করা যায় এবং ওজন কম থাকে সেজন্য সিল্ক এবং টিস্যু ফেব্রিক বেছে নিয়েছি।
‘হাতে একেবারেই কম সময় ছিল। মাত্র ছয় দিন সময় পেয়েছি। প্রথমে আমার বন্ধু ফ্যাশন ডিজাইনার মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলে কনসেপ্ট ঠিক করে নেই। এরপর নুসরাত সাদিয়া ফারজানার সঙ্গে কাজটি শেষ করি। সে দারুণ সহযোগিতা করেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঝিনুকের মুকুট বানাতে গিয়ে সমস্যা হচ্ছিলো, ঝিনুক খুঁজে পাচ্ছিলাম না। পরিচিতজনদের কাছে ফোন করে করে জানতে চাচ্ছিলাম কারও কাছে ঝিনুক আছে কিনা। শেষে এক পরিচিত জনের মাধ্যমে কক্সবাজার থেকে ঝিনুক আনাই এবং কাজটি শেষ করি। ’- যোগ করেন সকাল।
ইয়াসিন আহমেদ সকাল বলেন, ‘দ্য লঙ্গেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড আমাদের দেশের গর্ব, ঐতিহ্য। বিশ্বকে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি। এফা আপুকে এই পোশাকে মানিয়েছেও বেশ। তাছাড়া মিস ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ পোশাকটি অনেক পছন্দ করেছেন। সব মিলিয়ে এই কাজটি আমাকে অনেক আনন্দ দিয়েছে।’
এই মঞ্চে ইয়াসিন আহমেদ সকালের ডিজাইন করা মোট চারটি পোশাকে দেখা যাবে এফাকে।
ঢাকা/লিপি