ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

ঘরেই বানান ন্যাচারাল লিপ বাম

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০১, ১৩ নভেম্বর ২০২৪
ঘরেই বানান ন্যাচারাল লিপ বাম

ছবি: প্রতীকী

শীত এলে ঠোঁট আদ্রতা হারাতে শুরু করে। ঠোঁটের আদ্রতা ও কোমলতা ধরে রাখার জন্য লিপ বাম ব্যবহারের পরাশর্ম দেয় রূপ বিশেষজ্ঞরা। শীতের শুরুতে যদি ঠোঁটের ঠিকমতো যত্ন নেন তাহলে শীতজুড়ে ভালো থাকবে ঠোঁট। রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। এতে পুরো রাত ঠোঁট পুষ্টি পাবে। ঠোঁটের কোমলতা বজায় থাকবে। ঘরেই বানিয়ে নিতে পারেন লিপ বাম। উপায় জেনে নিন।

নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলির লিপ বাম: এক চা চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চা চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে পছন্দমতো এসেনশিয়াল অয়েল কিংবা ভ্যানিলা এসেন্স যোগ করে নিতে হবে। এরপর ছোট কাচের শিশিতে সংরক্ষণ করতে হবে।

বিট ও ঘিয়ের লিপ বাম: এক টুকরো বিট ও ঘি মিশিয়ে লিপবাম তৈরি করে নিতে পারেন। এজন্য বিটের রসের সঙ্গে  ঘি মিশিয়ে ফ্রিজে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর মিশ্রণটা বের করে একটু ফেটিয়ে নিন। তারপর আবার ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। তৈরি ঘি ও বিটের লিপ বাম। বিট ও ঘি-এর ন্যাচারাল লিপ বাম ঠোঁটের যত্ন নেয় এবং ঠোঁটের কালচে ভাব দূর করে।

স্ট্রবেরি ও নারকেল তেলের লিপ বাম: সবচেয়ে সহজে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরির লিপ বাম। এজন্য ২টি স্ট্রবেরি টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। স্ট্রবেরির পেস্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে ফ্রিজে রেখে দিন। মিশ্রণ জমে গেলেই স্ট্রবেরির লিম বাম তৈরি হয়ে যাবে। 

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়