ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

যার বোন আছে সে ভাগ্যবান: গবেষণা

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫২, ২২ নভেম্বর ২০২৪
যার বোন আছে সে ভাগ্যবান: গবেষণা

ছবি: প্রতীকী

আবেগ, আনন্দ, খুনসুটি, ভালোবাসায় এগিয়ে যায় ভাই-বোন অথবা বোন আর বোনের সম্পর্ক। জীবনের ভীত গড়ে ওঠার সময়টাতে একজন ভাই তার বোনকে কাছে পেয়ে থাকে। ভাই বোনের মধ্যকার সম্পর্কের প্রভাব সারাজীবন বহন করতে হয়। সময় এবং বাস্তবতায় একদিন ভাই আর বোনের আলাদা আলাদা সংসার হয়। কিন্তু একজন বোন তার ভাইয়ের জন্য সব সময় তার আবেগীয় দরজা খোলা রাখেন। এই কারণে কোনো অস্থির পরিস্থিতিতেও একজন ভাই তার বোনের সঙ্গে কথা বলে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন। 

১৭ থেকে ২৫ বছর বয়সী ৫৭১ জনের ওপর পরিচালিত ব্রিটিশ মনোবিদদের একটি জরিপ অনুসারে, একজন বোন মানসিক প্রশান্তি খুঁজে পেতে সাহায্য করে।–যার বোন আছে সে জানে পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে একজন বোন কতটা অবদান রাখে। সাধারণত বোনেরা যত্নশীল, ইতিবাচক এবং সহানুভূতিশীলতা প্রকাশে এগিয়ে থাকে। যা ভাইয়েরা সেভাবে পারে না। যুক্তরাজ্যের অলস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক টনি ক্যাসিডি ডেইলি মেইলকে বলেছেন, একজন বোন আবেগ প্রকাশে সব সময় এগিয়ে থাকে। তাই একজন বোন থাকা মানে হলো, আপনি ভাগ্যবান।

আরো পড়ুন:

একজন বোনের কাছ থেকে একজন ভাই সামাজিক দক্ষতা, ছাড় দেওয়া, একে অন্যের সঙ্গে বোঝাপড়ার শিক্ষা পেয়ে থাকে। একজন ছেলেশিশু বোনকে দেখেই অন্য নারীকে সম্মান করতে শেখে। 

গবেষণায় দেখা গেছে, যে বোন পেয়েছে তার যোগাযোগ দক্ষতা ভালো। ভাই যদি বোন পেয়ে থাকে তাহলে সে অন্য মেয়েদের সঙ্গে সহজে মিশতে পারে এবং ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারে। 

ভাই বোনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়, গবেষকেরা এই ঝগড়াকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন। তারা বলছেন, ভাই বোনের মধ্যে মাঝে মধ্যে ছোটখাটো ঝগড়া হওয়া ভালো। এতে অন্যদের সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়।

ভাই বোনের সম্পর্ক একটি মিষ্টি সম্পর্ক। এই সম্পর্কে কখনো কখনো সম্পত্তি বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বোন তার পিতার সম্পত্তিতে ভাগ নিতে আসলে সম্পর্কে ফাটল ধরে। অথচ একই পিতার সন্তান তারা। একইরকম ভালোবাসায় বেড়ে ওঠা দুইজন আলাদা মানুষ।– সামাজিক সচেতনতা বাড়ছে। অনেক ভাই তার বোনের প্রাপ্যটুকু বুঝিয়ে দিতে পিছপা হন না। শেষ কথা, আপনি আপনার বোনের আদরের ভাই। তার অধিকার নষ্ট করে তার হৃদয় ও মস্তিষ্কে আঘাত করবেন না। বোনের জন্য হৃদয়ের দুয়ার খোলা রাখুন, তার ভালোবাসায় থাকুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়