ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

যত্নে থাকুক শীত পোশাক

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩০, ২৪ ডিসেম্বর ২০২৪
যত্নে থাকুক শীত পোশাক

ছবি: সংগৃহীত

শীত পোশাক উল, ফ্লানেল, পশমি, লেদার অথবা ভেলভেটের হতে পারে। ধরনভেদে শীত পোশাকের আলাদা-আলাদা যত্নের প্রয়োজন হয়। সঠিক যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় পোশাকটি। জেনে নিন কোন পোশাক কীভাবে যত্ন নেবেন।

কোন পোশাক কীভাবে ধোবেন: 

উল: উলের শীত পোশাক মৃদু ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে ১৫ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। জোরে কাচা যাবে না। ওয়াশিং মেশিনে ধুতে হলে ‘উল মুড’ চালু রাখতে হবে।এই পোশাক ধোওয়ার পর এক বালতি পানিতে সামান্য গ্লিসারিন বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তাতে ডুবিয়ে নিলে ভালো হয়। এতে পোশাকটি নরম থাকবে। 

আরো পড়ুন:

ফ্লানেল: ফ্লানেল শীত পোশাকের যত্ন নেওয়া তুলনামূলক সহজ। লিকুইড ডিটারজেন্ট পানিতে মিশিয়ে নিয়ে ৩০ মিনিটের জন্য পোশাকটি ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। ওয়াশিং মেশিনে ধোয়ার সময় ‘নরমাল মুড’ এ রাখতে হবে।

পশমি: পানিতে শ্যাম্পু মিশিয়ে পশমি শীত পোশাক ১০ মিনিট জন্য ভিজিয়ে রেখে কচলে ধুয়ে ফেলতে হবে। এবং চেপে চেপে পোশাকের পানি ফেলতে হবে। একসঙ্গে একাধিক পোশাক ভেজানো যাবে না। 

লেদার: লেদারের শীত পোশাক মাঝে মাঝে অল্প সময়ের জন্য রোদে দিতে হবে। এরপর ব্রাশ করে নিতে হবে। 

ভেলভেট:  ভেলভেটের শীত পোশাক ড্রাই ওয়াশ করা ভালো। এই পোশাক আয়রন করা ঠিক নয়। 

আরও কিছু নিয়ম

সোয়েটার, জ্যাকেট কাচার আগে উল্টে নিতে পারেন। ওয়াশিং মেশিনে কাচলে মৃদু সাইকেল বেছে নিতে হবে। 

সোয়েটার বা জ্যাকেট ধোয়ার পরে হ্যাঙ্গারে ঝুলিয়ে না দিয়ে রোদ আসে এমন তোয়ালে বা কাগজের ওপর বিছিয়ে দিতে পারেন।

শীত পোশাক ধোওয়ার পর সম্ভব হলে ইউক্যালিপটাস তেল মেশানো পানিতে ডুবিয়ে নিতে পারেন। তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। এতে পোশাকের উজ্জ্বলতাও বাড়বে। 

সংরক্ষণের সময় একটি সোয়েটারের ওপর সরাসরি আরেকটি না রেখে মাঝে টিস্যু পেপার বিছিয়ে দিতে পারেন। 

লেদারের শীত পোশাক হ্যাঙ্গারে ঠান্ডা জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন।

শাল ধোওয়ার আগে ঠান্ডা পানিতে কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখুন। তারপর মাইল্ড ডিটারজেন্ট বা হ্যান্ডসোপ অথবা বেবি শ্যাম্পু ঠান্ডা পানিতে মিশিয়ে ধুয়ে ফেলুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়