শীতে ত্বকের যত্নে মধু ব্যবহারের তিন নিয়ম
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
শীতে ত্বকের যত্নে যারা প্রাকৃতিক উপাদানে ভরসা রাখতে চান তাদের জন্য সবচেয়ে ভালো উপাদান হতে পারে মধু। লাইফ স্টাইল বিষয়ক ম্যাগাজিন ভোগের তথ্য, আপনি যদি আপনার ত্বকে মধু লাগাতে চান, তাহলে তা করার সর্বোত্তম উপায় হলো পরিষ্কার, শুষ্ক ত্বকে পাতলা করে মধু লাগিয়ে নেওয়া। ত্বকে মধু প্রয়োগ করে ১৫-২০ মিনিটের বেশি রাখা যাবে না। শেষে কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে ফেলতে হবে। এতো গেলো ত্বকে মধু প্রয়োগ করা উপায়। এবার জেনে নিন মধুর প্যাক তৈরি ও ব্যবহারের নিয়ম।
মধু-দারচিনির প্যাক: দুই উপকরণই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এক চামচ মধুর সঙ্গে সামান্য দারচিনি গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের খসখসে ভাব দূর হয়ে যাবে
মধু-ওটমিল: শীতে ত্বক স্ক্রাবিং খুব জরুরি। বিশেষ করে সপ্তাহে একদিন ত্বকের স্ক্রাবিং দরকার হয়। এজন্য মধু, ওটমিল এবং চিনিগুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা মরা কোষ একেবারে উধাও হয়ে যাবে। সেই সঙ্গে ত্বক হবে মোলায়েম।
মধু-লেবুর রস: ত্বকের যত্নে দারুণ একটি প্যাক হতে পারে মধু ও লেবুর রস। লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এসব উপাদান ত্বকে ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়। এর সঙ্গে মধু ত্বকে জোগায় আর্দ্রতা। এই দুই উপকরণ একসঙ্গে মেখে ১৫ মিনিটের মতো অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।
ঢাকা/লিপি