ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

কমদামে শীতের পোশাক পাবেন যেখানে

হৃদয় তালুকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪৭, ৭ জানুয়ারি ২০২৫
কমদামে শীতের পোশাক পাবেন যেখানে

ফুটপাতের অস্থায়ী দোকানেও মিলছে শীতের পোশাক। ছবি: রাইজিংবিডি

রাজধানীতে এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গা থেকে সহজলভ্য, সাশ্রয়ী, ফ্যাশনেবল ও আরামদায়ক শীতের পোশাক কম দামে কেনা যায়। চলুন এমন কয়েকটি জায়গার খোঁজ খবর জেনে নেই।


মিরপুর হোপ মার্কেট: সস্তায় ভালো পোশাক সরবরাহ করায় জনপ্রিয়তা পেয়েছে মিরপুর হোপ মার্কেট। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার রাজধানীর যেকোন জায়গা থেকে হোপ মার্কেটে যাওয়া সহজ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে এই মার্কেট নিয়ে। শুধুমাত্র যারা মিরপুরে থাকেন তারাই নন, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ হোপ মার্কেটে যাচ্ছেন কম দামে কেনাকাটা করার জন্য। ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে গড়ে ওঠা এই মার্কেটে পছন্দের শীতের পোশাক পেয়ে যেতে পারেন অনেক কম দামে। তবে ক্রেতা হিসেবে সচেতনতার পরিচয় দিতে হবে। অনেক ক্রেতার ভিড়ে পোশাক বেছে নিতে বেগ পেতে হতে পারে। সাপ্তাহিক ছুটির দিন বাদে অন্যদিনগুলোতে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। এই মার্কেটে ট্রেন্ডি ক্রপ টপ, ডেনিমের জ্যাকেট ও প্যান্ট, ফ্লেয়ার প্যান্ট, টপস, ফ্ল্যানেলের শার্টসহ আরও অনেক পোশাক রয়েছে।

মিরপুর ১ নম্বর: মিরপুর এক নম্বরে ফুটপাতের দোকানগুলোতে কম দামে শীতের পোশাক বিক্রি হচ্ছে। ফ্যাশনেবল শীতপোশাক থেকে শুরু করে ক্লাসিক সব পোশাকই পাবেন এখানে। মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত অসংখ্য দোকান গড়ে উঠেছে শীত পোশাকের। 

বঙ্গবাজার: গুলিস্তানের পাশে অবস্থিত বঙ্গবাজার। জ্যাকেট, টি শার্ট, সোয়েটার থেকে শুরু করে সব ধরনের শীতের কাপড় এমনকি কম্বলও পাওয়া যায় এখানে।

নিউমার্কেট এলাকা: নিউমার্কেট এলাকা ও সেখানকার ফুটপাতে শীতের পোশাক খুঁজে পেতে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। শীতের মৌসুমে প্রিয়াঙ্গন শপিং সেন্টার থেকে শুরু করে নিউমার্কেট পর্যন্ত ফুটপাত জুড়ে অনেক দোকান শীত পোশাকের পসরা সাজিয়ে বসে। এখানে একটু খুঁজলেই পেয়ে যাবেন মনের মতো শীতের পোশাক। 

অস্থায়ী দোকানে: ঢাকায় শীত পোশাকের অনেক অস্থায়ী দোকান গড়ে উঠেছে। মৌসুমী এই দোকানগুলো থেকে তুলনামূলক কম দামে শীতের পোশাক কেনা যায়। এসব দোকানে মাত্র ২০ টাকায়ও পেতে পারেন শীতের পোশাক। কমফোর্টার, মোজা, হুডি, ট্রাউজার, সোয়েটার, জ্যাকেট, জাম্পার সবই পাওয়া যায় এসব দোকানে।

দরদাম: অস্থায়ী দোকানগুলোতে শীতপোশাকে দরদাম শুরু হয় ২০ টাকা থেকে। ছোটদের সোয়েটার ৬০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা। বড়দের সোয়েটার ১০০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা। প্যান্ট, জিন্স, মাফলার, শ্রাগ, হাত মোজা, পা মোজা জ্যাকেট, ফুল হাতা টি শার্ট, টুপি এসবও পেয়ে যাবেন স্বল্পমূল্যে।

সতর্কতা: এসব মার্কেটে ক্রেতাদের ভিড় অনেক বেশি থাকে। কোন জিনিস কেনার আগে দরদাম এবং মান ভালোভাবে যাচাই করে কেনা ভালো।

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়