ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়ি, যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৩৪, ২০ মার্চ ২০২৫
ঈদে শিশুকে নিয়ে গ্রামের বাড়ি, যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

ছবি: প্রতীকী

কয়েকদিন বাদেই ঈদ। অনেকেই স্বপরিবারে শহর থেকে গ্রামে বেড়াতে যাবেন। ঈদের এই ছুটিতে পরিবারের সঙ্গে সম্পর্কটা নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ ঘটে। একই সঙ্গে শিশুদের গ্রাম, মাটি, মানুষ, ফসল, গাছ সব কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। তবে কিছু ঝুঁকিও রয়েছে। 

১. শহরে বেড়ে ওঠা শিশুদের বেশিরভাগই সাঁতার জানে না। পুকুরে বা নদীতে গোসল করার জন্য শিশুকে অন্যদের সঙ্গে যেতে দেবেন না।

২. উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে অনেকে বাজি ফোটায়, ফানুস ওড়াই। শিশু যাতে এসব কাজ থেকে বিরত থাকে সেদিক খেয়াল রাখুন। কারণ এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

আরো পড়ুন:

৩. গ্রামের বাড়িতে বেড়াতে গেলে নানা রকম খাবার খাওয়ার সুযোগ তৈরি হয়। শিশুরা অতি উৎসাহী হয়ে খাবার গ্রহণ করার সময় হাত নাও ধুতে পারে।  খাবার গ্রহণের আগে হাত ধোয়া নিশ্চিত করুন। তা না পারলে স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করুন।

৪. নিরাপদ পানি পান করতে উদ্বুদ্ধ করুন। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার খাচ্ছে কিনা খেয়াল রাখুন।

৫. শিশুরা পরিচিত পরিবেশের বাইরে গেলে অনেক সময় বাথরুম ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। অনেক সময় প্রস্রাব চেপে রাখে। এমনটা যাতে না করে। এর ফলে প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি আছে।

৬. শিশুর স্বাস্থ্য ভালো রাখতে রাতে ঘুমানোর আগে মশারি ব্যবহার নিশ্চিত করুন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়