ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

ঈদের আগে ত্বকের যত্নে এই তিন ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২১ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৩৬, ২১ মার্চ ২০২৫
ঈদের আগে ত্বকের যত্নে এই তিন ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন

ছবি: প্রতীকী

রূপচর্চাবিদরা বার বার বলছেন, ঋতু পরিবর্তনের সময় ত্বকে পরিবর্তন আসে। বিশেষ করে ত্বক ভেতর থেকে শুকিয়ে যায়। এর প্রভাব পড়ে ত্বকের বাইরেও। ত্বক ন্যাচারাল উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করতে এই সময়ের সবজি ‘টমেটো’ ব্যবহার করতে পারেন।

টমেটো যেভাবে ত্বকের উপকার করে: এই সবজিতে আছে ভিটামিন এ, সি এবং কে। এ ছাড়াও রয়েছে লাইকোপেন নামের অ্যান্টি অক্সিডেন্টস। যা ত্বক থেকে মৃতকোষ দূর করে তো বটেই, পাশাপাশি সূর্যের রশ্মি থেকে ত্বকের যে ক্ষতি হয়, তা-ও মেরামত করে। টমেটো দিয়ে তেমনই তিন ঘরোয়া প্যাকের সন্ধান রইল।

মধু এবং টমেটো: দুই টেবিল চামচ টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নিন ১ চা-চামচ মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তারপরে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

আরো পড়ুন:

অ্যালোভেরা এবং টমেটো: ১ টেবিল চামচ টমেটো পিউরির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ভালভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে মেখে ২০ রেখে দিন। তারপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবং ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন। 

টমেটো এবং অলিভ অয়েল: এক চা চামচ টমেটো পিউরি এবং সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপরে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে নরমও রাখবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়