ঈদে এক রঙের পোশাক পরবেন লিপি খন্দকার
রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

লিপি খন্দকার
খ্যাতিমান ডিজাইনার ও ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে মৌলিকতা ও নিজস্বতার পথে এগিয়ে নিয়েছেন অনেক দূর। তার নিজস্ব সাজ-পোশাকেও রয়েছে মৌলিক নান্দনিকতার প্রকাশ। সাজ অনুসঙ্গের মধ্যে গয়নার প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে লিপি খন্দকারের। বিশেষ করে মালা খুব পছন্দ করেন এই ডিজাইনার। আর বেশিরভাগ সময় বেছে নেন এক রঙের পোশাক। দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে লিপি খন্দকার এবারের ঈদ ফ্যাশন আর বিগত ঈদ ফ্যাশনের মধ্যে তুলনামূলক পার্থক্যের কথা রাইজিংবিডিকে জানিয়েছেন। একইসঙ্গে ঈদের দিন নিজে কি পরবেন তাও জানিয়েছেন তিনি। রাইজিংবিডির পাঠকদের জন্য দিয়েছেন ফ্যাশন টিপস।
লিপি খন্দকারের তিন লুক
লিপি খন্দকার বলেন, ‘‘গত তিন চার বছর ধরে একেবারে ‘স্পেসিফিক ফ্যাশন ট্রেন্ড’ ধরে ঈদ করছে না। দেখা যেত এক বা দুইটা বিশেষ ড্রেস খুব পপুলার। এখন ওই জায়গাটা একেবারে ভেঙে গেছে। এটা খুবই ইতিবাচক। আমি মনে করি, প্রত্যেকে নিজস্বতা বজায় রেখে যে পোশাকটা পরবে সেটাই আসলে ফ্যাশন। আমার কাছে মনে হয় যে, এখন মানুষ সিপ্লিসিটিকে প্রাধান্য দিচ্ছে। জমকালো পোশাকও কিনছে স্পেশালি ঈদের পার্টির জন্য। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে, মানুষ একটু প্যাটার্ন বেইজ, একটু ভালো ম্যাটেরিয়াল, ভালো কাটের পোশাকে প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি কালারেও। এবার ঈদটা সামারে পড়ছে। মানুষ অফ হোয়াইট, লাইট ব্রাউন, লাইট ব্লু; এই ধরনের কালার পছন্দ করছে। আমাদের ক্লায়েন্টেদের কাছে এই রেসপন্স পেয়েছি।’’
এবারের ঈদে মানুষ বেশ লম্বা ছুটি পাচ্ছে। এই ছুটিতে কেউ চলে যাবেন রিসোর্টে, কেউ বিদেশে আর কেউ গ্রামের বাড়িতে। অনেকে এই ছুটিতে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও যোগ দেবেন।
লিপি খন্দকার বলেন, ‘‘ লম্বা ছুটিতে অনেক জায়গায় ঘোরাফেরা করা যায়। অনেক রকম আনুষ্ঠান থাকে। অনুষ্ঠান বা পার্টিতে যোগ দেওয়ার জন্য মানুষ একাধিক পোশাক কেনে। সেক্ষেত্রে একটু ফিউশন প্যাটার্নের পোশাকগুলো বেছে নিতে দেখা গেছে।’’
ঈদের দিন আপনি কেমন পোশাক পরবেন? এই প্রশ্নের জবাবে লিপি খন্দকার বলেন, ‘‘আমি সারাজীবন ঈদের সময় খুব সিম্পল কাপড় পরতে পছন্দ করি। এবার ঈদে একটা খুব সুন্দর প্যাটার্নের সালোয়ার কামিজ বানিয়েছি, প্লেইন ব্লু কালারের। আর এর সঙ্গে রয়েছে একটা দোপাট্টা। সাথে সুন্দর গয়না পরবো। গয়না আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। গলায় মালা, হাতে চুড়ি পরবো। ঈদের সময় আমার স্পেশাল গয়না থাকতেই হবে। ’
একরঙা পোশাক এতবেশি পছন্দের কারণও জানালেন লিপি খন্দকার। তিনি বললেন, অনেক ব্যস্ত জীবনতো। আর নিজে যখন কোথাও বেড়াতে যাবো, তখন নিজের পোশাক নিয়ে ভাবতে যে সময়টা নষ্ট হয়, আমার কাছে মনে হয় যে, এক রঙের পোশাক পরলে তেমন কিছু ভাবতে হয় না। সলিড কালারের সঙ্গে ব্যাগ, জুতা ম্যাচিং করতে সুবিধা হয়। আর গয়নাটা সলিড রংয়ের পোশাকের সঙ্গে অনেক বেশি ফুটে ওঠে। এর বাইরে গেলে মনে হয় যে আমি ক্যারি করতে পারছি না।
রাইজিংবিডির পাঠকদের জন্য লিপি খন্দকারের পরামর্শ— যে পোশাকই বেছে নেন না কেন প্রথমত বুঝতে হবে আপনি কমফরটেবল ফিল করছেন কিনা। কমফরটেবল ফিল না করলে সেই পোশাকে আপনাকে আত্মবিশ্বাসী লাগবে না। ভালোও লাগবে না। অনেকে যেটা করে একজন নায়িকার পোশাক দেখে হুবহু একই রকম পোশাক কিনে ফেলে। এরপর দেখা যাচ্ছে, সে ওই পোশাকটি ক্যারি করতে পারছে না।
যে পোশাকে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্ট করতে পারবেন, অস্বস্তি বোধ হবে না, পোশাকটি ক্যারি করতে পারবেন; এমন পোশাক পরলে ভালো লাগবে।