ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঈদে লিভিংরুমের সৌন্দর্য বাড়াতে একটি জিনিস বদলে নিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৩৭, ২৮ মার্চ ২০২৫
ঈদে লিভিংরুমের সৌন্দর্য বাড়াতে একটি জিনিস বদলে নিতে পারেন

ছবি: প্রতীকী

ঈদে উৎসবের আমেজ ঘরে-বাইরে সব জায়গায়। এই দিনটিতে বাড়িতে অনেক অতিথি আসেন। ঈদ উপলক্ষে ঘরের সৌন্দর্য একটু পাল্টে নিতে পারেন। আর তাহলো ঘরের মেঝেতে নতুন একটি গালিচা পেতে দিতে পারেন। প্রকৃতিতে এখন বসন্ত আর গ্রীষ্মের মিশেল প্রভাব। এই সময় হালকা রঙের আরামদায়ক কার্পেট ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে। যা চোখকেও আরাম দেবে। রুচি অনুযায়ী সঙ্গে রং আর মোটিফ বেছে নিতে পারেন। 

ফুল-ছাপের গালিচা: ফুল ছাপের কার্পেট প্রকৃতির সৌন্দর্য দেবে।  ফুলের নকশা আঁকা অথবা জলরঙে ফুলের ছাপ দেওয়া গালিচা ঘরের মেঝেতে বিছিয়ে দিলে দারুণ দেখাবে। রঙের ক্ষেত্রে পিচ, ল্যাভেন্ডার বা পুদিনা সবুজ রঙকে প্রাধান্য দিতে পারেন।

প্যাস্টেল রঙের গালিচা: এই গরমে চোখের আরাম পেতে বেছে নিতে পারেন প্যাস্টেল রঙের গালিচা। এ ছাড়া গোলাপি, হালকা নীল, অথবা ফ্যাকাশে হলুদও চোখে আরাম দেয়। হালকা রঙের গালিচা বিছালে ঘরও বড় মনে হয়। 

আরো পড়ুন:

পাতাবাহার গালিচা: বিভিন্ন রঙের পাতা আঁকা গালিচা দিয়ে ঘরকে নজরকাড়া করে তুলুন। ফুলের এবং পাতার সমাহারে পরিবেশ সতেজ দেখাতে পারে।

হালকা পাটের গালিচা: ঘর সাজাতে যারা দেশের পণ্য প্রাধান্য দেন তারা পাটের তৈরি কার্পেট বেছে নিতে পারেন। হাতে বোনা, পরিবেশবান্ধব গালিচা ঘরকে রাখবে প্রাণবন্ত। ঘর দেখাবে খোলামেলা।

ডোরাকাটা এবং জ্যামিতিক গালিচা: ঘরে নতুনত্ব আনতে বিছিয়ে দিতে পারেন ডোরাকাটা বা জ্যামিতিক গালিচা।  এই ধরনের গালিচা প্যাস্টেল রঙের হলে ভালো হয়। এ ছাড়া হালকা সবুজ, হালকা নীল হলেও ভালো লাগবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়