ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

শিশুর গলায় কিছু আটকে গেলে দ্রুত দুইটি কাজ করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১১ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৩৭, ১১ এপ্রিল ২০২৫
শিশুর গলায় কিছু আটকে গেলে দ্রুত দুইটি কাজ করতে পারেন

ব্যাক ব্লো করার উপায়। ছবি: সংগৃহীত

খাবার খাওয়ার সময় শিশুর গলায় খাবার আটকে যেতে পারে। আবার অনেক সময় ছোট ছোট খেলনা, পয়সা, বা অন্য কোনো জিনিসও শিশু গিলতে গিয়ে গলায় বাঁধিয়ে ফেলতে পারে। এই অবস্থায় অস্থির না হয়ে পর পর দুইটি কাজ করা জরুরি। 

সাব্বির আহমেদ, পোস্ট ডক্টরাল সাইন্টিস্ট একটি পডকাস্টে বলেন, ‘‘খাবার খাওয়ার সময় অনেক সময় শিশুদের গলায় খাবার আটকে যায়। মারা যাওয়ার ঘটনাও ঘটে। শিশুকে প্রথমে এক হাতের তালুতে উপুর করে নিতে হবে। মাথাটা যেন একটু নিচের দিকে থাকে। তারপর আরেক হাতের তালু দিয়ে শিশুর পিঠে কয়েকবার চাপ দিতে হবে। এভাবে চাপ দেওয়াকে বলা হয় ‘Back Blow’। ব্যাক ব্লো এর ফলে শিশুর ফুসফুসে ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি হয়। যার ফলে খাদ্যনালীতে আটকে যাওয়া জিনিসটা বের হয়ে আসতে পারবে।’’ 

আরো পড়ুন:

বুকের মাঝ বরাবর চাপ দিতে হবে। ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ আরও বলেন,‘‘পাঁচ বার ব্যাক ব্লো দেওয়ার পরে যদি ভেতরে আটকে যাওয়া জিনিসটি বের হয়ে না আসে, তাহলে আরেকটি কাজ করতে হবে। শিশুকে চিৎ করে তারপরে দুই আঙুল দিয়ে শিশুর বুকের মাঝ বরাবর প্রেসার দিতে হবে। এটা করতে ফুসফুসের ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসটা উপরের দিকে একটা চাপ সৃষ্টি করে। ফলে ভেতের আটকে থাকা খাবার বা জিনিস বের হয়ে আসবে।’’

চার পাঁচ বার বুকে চাপ দেওয়ার পরেও যদি আটকে যাওয়া জিনিস বের হয়ে না আসে, তাহলে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়