ঢাকা     মঙ্গলবার   ০৬ মে ২০২৫ ||  বৈশাখ ২৩ ১৪৩২

কদর বেড়েছে কাপড়ের গয়নার

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:২১, ১২ এপ্রিল ২০২৫
কদর বেড়েছে কাপড়ের গয়নার

ছবি: কাহার-এর সৌজন্যে

বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ। এই মাসটি বাংলার ঐতিহ্য, মোটিফ, সংস্কৃতিকে ধারণ ও বহন করার বার্তা দিয়ে যায়। বৈশাখে দেশীয় পণ্য প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তা, ডিজাইনাররা। বৈশাখে দেশীয় গয়না নিয়ে কাজ করছেন অনলাইন ভিত্তিক উদ্যোগ ‘কাহার’ এর উদ্যোক্তা সংহিতা বহ্নি। বৈশাখ কালেকশনে সবচেয়ে বেশি রেখেছেন কাপড়ের গয়না। 

রাইজিংবিডিকে সংহিতা বহ্নি বলেন, ‘‘ এবার কাপড়ের তৈরি গয়নার চাহিদা বেড়েছে। আমি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফেব্রিকসকে বেশি প্রাধান্য দিচ্ছি। ফেব্রিক্সে রং তুলির ছোঁয়া, পাটের সুতার বল, কড়ি এসব থাকছে। রঙের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ, সবুজের একটা কম্বিনেশন থাকছে। আমি চেষ্টা করছি পুরোনো ডিজাইনগুলোকে নতুন মোটিফে আনতে। ’’

হাতের তৈরি গয়নাগুলোর দাম এবার অন্যান্য গয়নার থেকে একটু বেশি ধরা হয়েছে বলে জানান সংহিতা। তিনি বলেন, ‘‘ কাঁচামালের দাম বেশ চড়া। বিশেষ করে পাটের সুতা, পাটের বল, সুতার বল বেড়েছে। তবে ক্রেতারা ক্রয় করতে পারে তেমন দামই রাখছি এবারো।’’

আরো পড়ুন:

নববর্ষের প্রথম দিনে নিজ হাতে তৈরি গয়না পরবেন বলে জানান। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়